কিছু কিছু মানুষকে আপনি হঠাৎ করেই ভুলে যাবেন!

কিছু কিছু মানুষকে আপনি হঠাৎ করেই ভুলে যাবেন! আমার একটা ফ্রেন্ড ছিল রূপা, আজ কাল social media থাকা সত্ত্বেও ওরে খুঁজে পাওয়া যায় নি, 2014 থেকে 2016 বা 2017 এর দিকে ভালোই friendship ছিল। এর সাথে আরেকজনের কথাও মনে পড়লো, আমার এক teacher ছিল পারূল ma’am। ক্লাসে ভালো করাতে উনার কাছ থেকে অনেক gift পেতাম, উনিও হারিয়ে গেছে। এরপর অনেকে আছে, যাদের চিনি বা জানি। কথা না হলেও social media দেখা হয়, update জানি…. কিন্তু যাদের কোনো আপডেট নাই তারা আসলে একদিন হারিয়ে গেলেও মনে থাকে সারাজীবন… হয়তো কথা প্রসঙ্গে উনাদের নাম উঠে না হয় স্মৃতির পাতা দেখলে নাম আসে। অনেক হারিয়েছি, আরো হারিয়ে যাবে. কিন্তু স্পেশাল হয়ে থাকা আসলে অনেক বড় ক্রেডিট। ❤️❤️❤️❤️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top
Samsung Galaxy Z Fold 6: Samsung Will Launch A Single Foldable Phone This Year, Not Three. Insurance Usable Country in the World List 4500 VFX Short in Jawan Twitter Monetization On; Creators will Receive a Share of Ad Revenue BMW Motorrad has launched their gigantic R18 Transcontinental Cruiser in India.